চীন প্রথমবারের মতো নিজেদের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ইঁদুর নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে যাচ্ছে।
বৃহস্পতিবার চায়না ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, শেনচৌ-২১ মহাকাশযানে চারটি ইঁদুর মহাকাশ স্টেশনে পাঠানো হবে। মহাকাশের পরিবেশ, বিশেষ করে মাইক্রোগ্র্যাভিটি ও ছোট আবদ্ধ স্থান ইঁদুরের আচরণে কেমন প্রভাব ফেলে, সেটাই পরীক্ষা করে দেখা হবে এবার।
রেডিওটুডে নিউজ/আনাম

