চট্টগ্রামে ধানের শীষ পেলেন বিএনপির তিন শীর্ষ নেতার উত্তরাধিকারী

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

Radio Today News

চট্টগ্রামে ধানের শীষ পেলেন বিএনপির তিন শীর্ষ নেতার উত্তরাধিকারী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০১, ৪ নভেম্বর ২০২৫

Google News
চট্টগ্রামে ধানের শীষ পেলেন বিএনপির তিন শীর্ষ নেতার উত্তরাধিকারী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে তিনটিতে বিএনপি মনোনয়ন দিয়েছে দলটির তিন প্রভাবশালী ও সাবেক নেতার উত্তরসূরিদের।

গতকাল সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রামের সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে। 

অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ালেও মীর নাছিরের উত্তরসূরি ব্যারিস্টার মীর হেলাল এখন এলাকাভিত্তিক রাজনীতিতে একজন প্রভাবশালী নেতার পরিচয়ে পরিচিত।

হাটহাজারী রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন, কারণ এখানেই অবস্থিত কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়। এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানার নামও আলোচনায় ছিল, তবে শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির টিকিট পেয়েছেন হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। এক সময় গুমের শিকার হওয়া হুম্মাম বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সক্রিয় সদস্য। এই আসনে স্থানীয়ভাবে অধ্যাপক কুতুব উদ্দিন বাহার ও মনোনয়নের দৌড়ে ছিলেন।

অন্য দিকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পেয়েছেন মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার সাবেক পরিবেশ ও বন প্রতিমন্ত্রী প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

যদিও এখনো চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি।

এ দিকে চট্টগ্রাম-১০ (খুলশী-হালিশহর-পাহাড়তলী) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই আসনে বিএনপির প্রয়াত ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান মনোনয়ন চেয়েছিলেন, তবে তাকে চট্টগ্রাম-৯ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে—যে আসন থেকে তার বাবা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, আমির খসরুর ছেলে ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী হতে চাইলেও, এক পরিবার থেকে একাধিক মনোনয়ন না দেওয়ার দলীয় নীতি অনুসারে তার নাম চূড়ান্ত তালিকায় স্থান পায়নি।

সূত্রগুলো আরও জানিয়েছে, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানকে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের