এডেন উপসাগরে চীনা নৌবাহিনীর মিশন হস্তান্তর

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

বুধবার,

০৫ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

Radio Today News

এডেন উপসাগরে চীনা নৌবাহিনীর মিশন হস্তান্তর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২২, ৪ নভেম্বর ২০২৫

Google News
এডেন উপসাগরে চীনা নৌবাহিনীর মিশন হস্তান্তর

এডেন উপসাগরে আনুষ্ঠানিকভাবে মিশন হস্তান্তর সম্পন্ন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর ৪৭তম ও ৪৮তম এসকর্ট টাস্কফোর্স। শনিবার অনুষ্ঠিত এ বিশেষ অনুষ্ঠানে চীনা নৌবাহিনীর সদস্যরা মিশন হস্তান্তর করেন।

পৃথক হওয়ার নির্দেশ জারির পর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘বাওতো’ এবং ‘থাংশান’ থেকে তিনটি করে সবুজ ফ্লেয়ার ছোড়া হয়। সেইসঙ্গে সব জাহাজের সাইরেন একযোগে বেজে ওঠে এবং অফিসার ও নাবিকরা পরস্পরকে বিদায় জানান।

সংকেতের পর দুটি টাস্কফোর্স নিজ নিজ বাম ও ডানে ৯০ ডিগ্রি ঘুরে পৃথক পথে যায়, যা মিশন হস্তান্তরের আনুষ্ঠানিকতা নির্দেশ করে।

চীনা নৌবাহিনী ২০০৮ সালের ডিসেম্বর থেকে এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলবর্তী এলাকায় এসকর্ট মিশন পরিচালনা করে আসছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের