এডেন উপসাগরে আনুষ্ঠানিকভাবে মিশন হস্তান্তর সম্পন্ন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর ৪৭তম ও ৪৮তম এসকর্ট টাস্কফোর্স। শনিবার অনুষ্ঠিত এ বিশেষ অনুষ্ঠানে চীনা নৌবাহিনীর সদস্যরা মিশন হস্তান্তর করেন।
পৃথক হওয়ার নির্দেশ জারির পর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘বাওতো’ এবং ‘থাংশান’ থেকে তিনটি করে সবুজ ফ্লেয়ার ছোড়া হয়। সেইসঙ্গে সব জাহাজের সাইরেন একযোগে বেজে ওঠে এবং অফিসার ও নাবিকরা পরস্পরকে বিদায় জানান।
সংকেতের পর দুটি টাস্কফোর্স নিজ নিজ বাম ও ডানে ৯০ ডিগ্রি ঘুরে পৃথক পথে যায়, যা মিশন হস্তান্তরের আনুষ্ঠানিকতা নির্দেশ করে।
চীনা নৌবাহিনী ২০০৮ সালের ডিসেম্বর থেকে এডেন উপসাগর ও সোমালিয়ার উপকূলবর্তী এলাকায় এসকর্ট মিশন পরিচালনা করে আসছে।
রেডিওটুডে নিউজ/আনাম

