চীন–রাশিয়া সরকার প্রধানদের নিয়মিত বৈঠকের ২৯তম অধিবেশন অনুষ্ঠিত

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫,

২০ কার্তিক ১৪৩২

Radio Today News

চীন–রাশিয়া সরকার প্রধানদের নিয়মিত বৈঠকের ২৯তম অধিবেশন অনুষ্ঠিত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৮, ৪ নভেম্বর ২০২৫

Google News
চীন–রাশিয়া সরকার প্রধানদের নিয়মিত বৈঠকের ২৯তম অধিবেশন অনুষ্ঠিত

চীন ও রাশিয়ার সরকার প্রধানদের নিয়মিত বৈঠকের ২৯তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে চীনের চেচিয়াং প্রদেশের নিংপো শহরে। রোববার অনুষ্ঠিত এ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন চীনের উপপ্রধানমন্ত্রী হ্য লিফেং এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো। 

বৈঠকে হ্য লিফেং বলেন, এ বছর শুরু থেকেই দুই দেশের রাষ্ট্রপ্রধানরা দ্বিপাক্ষিক কৌশলগত সমন্বয় ও বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ নতুন ঐকমত্যে পৌঁছেছেন। 

হ্য লিফেং আরও বলেন, চীন রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী, যাতে রাষ্ট্রপ্রধানদের গৃহীত ঐকমত্য বাস্তবায়নের মাধ্যমে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও বিস্তৃত করা যায়, একতরফাবাদ ও বাণিজ্য সুরক্ষাবাদ প্রতিরোধ করা যায় এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সংরক্ষণ করা যায়।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো বলেন, ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে রাশিয়া–চীন সম্পর্ক সর্বোত্তম পর্যায়ে রয়েছে। 

তিনি উল্লেখ করেন, দুই দেশের বাস্তব সহযোগিতা এরইমধ্যে বহুমুখী সাফল্য অর্জন করেছে। রাশিয়া চীনের সঙ্গে সহযোগিতার পরিধি আরও বাড়াতে এবং পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে আগ্রহী বলেও জানান তিনি।

বৈঠকে উভয় দেশের সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলো অর্থনীতি, বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি, পরিবহন ও মানবসম্পদসহ নানা খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গভীর আলোচনা করেছে। এছাড়া, দুই পক্ষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি ও ঐকমত্যে পৌঁছেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের