চীনের সংশোধিত সাইবারসিকিউরিটি আইন আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই আইনে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ও উন্নয়নে রাষ্ট্রীয় সহায়তার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় আইনপ্রণেতারা আইনটি পাস করেন।
এতে করে চীনে সরকারিভাবেই এআই প্রযুক্তি, অ্যালগরিদম, ডেটা ট্রেনিং প্ল্যাটফর্ম এবং কম্পিউটিং শক্তি বাড়াতে বিনিয়োগ করা হবে। এ ছাড়া এআই ব্যবহারে নৈতিকতা, নিরাপত্তা এবং ঝুঁকি মূল্যায়ন আরও শক্তিশালী করার নির্দেশও দেওয়া হয়েছে সংশোধিত আইনে।
নতুন সংশোধনে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক বা অবকাঠামো (যেমন: বিদ্যুৎ, যোগাযোগ, ব্যাংকিং সিস্টেম) রক্ষা করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের জন্য ৫ লাখ থেকে ১ কোটি ইউয়ান পর্যন্ত জরিমানা এবং ব্যক্তি পর্যায়ে ২ লাখ থেকে ১০ লাখ ইউয়ান পর্যন্ত জরিমানা হতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

