মঙ্গলবার চীনা কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর পক্ষ থেকে, দলের সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং, ‘জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা প্রণয়নসংক্রান্ত সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রস্তাব’-এর খসড়া ব্যাখ্যা করেন।
প্রস্তাবের খসড়া প্রণয়নের কাজ শুরু হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে এবং এ কাজে নেতৃত্ব দেন সি চিন পিং নিজে। এই প্রক্রিয়া চলাকালীন একাধিক দফায় গবেষণা ও পর্যালোচনা করা হয়। এর মধ্যে ছয়টি গবেষণা দল ১২টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও পৌরসভা পরিদর্শন করে; ৩৫টি মূল গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা হয়; অনেকগুলো সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়; এবং অনলাইনে ৩০ লক্ষাধিক মতামত সংগ্রহ করা হয়। পরিশেষে, ৪৫২টি মতামত ও পরামর্শ প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয় এবং ২১৮টি সংশোধন করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর তিনটি স্থায়ী কমিটির বৈঠক এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর দুটি বৈঠকে খসড়াটি পর্যালোচনা করা হয়, যা ছিল সমগ্র প্রক্রিয়াজুড়ে জনগণের গণতন্ত্রের একটি প্রাণবন্ত অনুশীলন।
তিনটি প্রধান অংশে ১৫টি ধারা নিয়ে গঠিত এই প্রস্তাবটি ‘ভিত্তি মজবুত করা ও ব্যাপক প্রচেষ্টা চালানোর’ লক্ষ্যে নিবদ্ধ এবং ২০৩৫ সালের মধ্যে মৌলিক আধুনিকীকরণ অর্জনের লক্ষ্যে কাজ করার দিকনির্দেশনা দেয়। সি চিন পিং একাধিক মূল বিষয়ের ওপর জোর দেন, যেগুলো হচ্ছে: অতীত ও ভবিষ্যতের উন্নয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে পাঁচসালা পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা স্পষ্ট করা; যুক্তিসঙ্গত অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসর ও বাসিন্দাদের আয়ের সুসংগত বৃদ্ধির মতো গুণগত লক্ষ্য নির্ধারণ করা; বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে উচ্চমানের উন্নয়নের জন্য নেতৃত্ব দেওয়া; স্থানীয় অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম নতুন-মানের উত্পাদনশীল শক্তির উন্নয়নের ওপর জোর দেওয়া; অভ্যন্তরীণ সঞ্চালন জোরদার করা ও আন্তর্জাতিক সঞ্চালন সম্প্রসারণের জন্য ব্যবস্থা স্থাপন করা; সাধারণ সমৃদ্ধি প্রচারের জন্য জীবিকা ও আঞ্চলিক সমন্বয়ের ওপর মনোযোগ দেওয়া; নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা ও জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকীকরণ করা এবং এর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পার্টির সামগ্রিক নেতৃত্বকে শক্তিশালী করা।
রেডিওটুডে নিউজ/আনাম

