চীনের শাংহাইয়ে শনিবার শুরু হয়েছে ওয়ার্ল্ড লরিয়েটস ফোরাম ২০২৫। তিন দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে বিশ্বের প্রায় ১৫০ জন খ্যাতনামা বিজ্ঞানী অংশ নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ২৫ জন আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরস্কারপ্রাপ্ত গবেষক।
‘ভবিষ্যতের বিজ্ঞান’ শীর্ষক এ বছরের ফোরামে উপস্থিত ছিলেন চারজন নোবেলজয়ী, চারজন টিউরিং অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিজ্ঞানী এবং চীনা বিজ্ঞান একাডেমি ও ইঞ্জিনিয়ারিং একাডেমির ১৬ জন একাডেমিশিয়ান। এছাড়া চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক তরুণ গবেষকও অংশ নিয়েছেন।
২০১৮ সালে শাংহাইয়ে যাত্রা শুরু করে ওয়ার্ল্ড লরিয়েটস ফোরাম, যা এখন এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।
রেডিওটুডে নিউজ/আনাম

