বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে টেকশই ও পরিবেশবান্ধব এবং বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকায় বৃহস্পতিবার উদ্বোধন হলো তিন দিনব্যাপী ‘বাংলাদেশ চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো (বিসিজিটিএক্স)’।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে এক্সপোটি এটি আয়োজিত হচ্ছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং চীনা দূতাবাসের সহযোগিতায়। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও বিটিএমসি, বিসিসিসিআই, বিজিএমইএ-র প্রতিনিধিরা বৃহস্পতিবার সকালে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে পরিবেশবান্ধব এবং টেকসই উপায়ে পোশাক উৎপাদন, পণ্য প্রদর্শনী, উন্নত ফ্যাব্রিক প্রযুক্তি, সেমিনার, বিনিয়োগ এবং উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং ইভেন্ট থাকছে। বাংলাদেশ ও চীন দুইদশের মিলে এই শিল্পের ভবিষ্যৎ পুনর্গঠনে পরিকল্পনা প্রস্তাব করেছে এখানে।
ইয়াও ওয়েন বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে চীনের টেক্সটাইল খাতের অর্জনের অগ্রগতিকে তুলে ধরা হয়েছে। পোশাক শিল্পের ভবিষ্যত পথ খুঁজতে দুইদশের বিশেষজ্ঞ ও ব্যবসায়িদের একত্রিত করা হয়েছে পরিবেশ বাণ্ধব শিল্পে রূপান্তরে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চীন।
রেডিওটুডে নিউজ/আনাম

