নির্বাচিত হলে বিএনপি জুলাই সনদের মর্মকথা বাস্তবায়নে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে প্রতিবেশী দেশ ও কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে।
পিআর পদ্ধতি মাধ্যমে দুর্বল সরকার গঠিত হয় এমন মন্তব্য করে তিনি বলেন, শক্তিশালী সরকার গঠন করতে প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন করতে হবে।
প্রতিবেশী রাষ্ট্র সামরিক শক্তি দেখাতে চাইলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
চলমান সংস্কার বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকার শুধু সংস্কারের কথা বলছে, কিন্তু আমরা কোন দৃশ্যমান সংস্কার দেখা পাচ্ছি না।
একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ সরকারের ভূমিকায় যেতে ‘কেয়ারটেকার সরকার মুডে’ যাওয়ারও অনুরোধ করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের বন্ধুপ্রতীম জোট যাতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে। জয়ী হলে বিদেশে মূল্য আছে এমন যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু করারও প্রতিশ্রুতি দেন তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

