স্পেনে বন্যার এক বছর পর একজনের মরদেহ উদ্ধার : আদালত

শুক্রবার,

২৪ অক্টোবর ২০২৫,

৮ কার্তিক ১৪৩২

শুক্রবার,

২৪ অক্টোবর ২০২৫,

৮ কার্তিক ১৪৩২

Radio Today News

স্পেনে বন্যার এক বছর পর একজনের মরদেহ উদ্ধার : আদালত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২৩ অক্টোবর ২০২৫

Google News
স্পেনে বন্যার এক বছর পর একজনের মরদেহ উদ্ধার : আদালত

স্প্যানিশ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, গত বছর পূর্ব ভ্যালেন্সিয়া অঞ্চলে বন্যায় ভেসে মারা যাওয়া এক ব্যক্তির (৫৬) মরদেহ খুঁজে পেয়েছে। দেশটির কয়েক দশকের মধ্যে এই বন্যা ছিল সবচেয়ে মারাত্মক দুর্যোগ। 

মাদ্রিদ থেকে এএফপি এ খবর জানায়।

ডিএনএ পরীক্ষা নিশ্চিত করেছে, মঙ্গলবার তুরিয়া নদীতে পাওয়া মৃতদেহটি ২০২৪ সালের ২৯ অক্টোবর  ট্র্যাজেডির পর নিখোঁজ তিনজনের মধ্যে একজনের। গত বছরের বন্যায় ২৩০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল। ভ্যালেন্সিয়ার একটি আদালত আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

আদালত আরও জানিয়েছে, অন্য দুই নিখোঁজ ব্যক্তির মতো ভুক্তভোগীকে ‘ইতোমধ্যেই আইনত মৃত ঘোষণা করা হয়েছিল’। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের