
উৎক্ষেপণের পূর্ব প্রস্তুতি হিসেবে জ্বালানি ভরা ও ইঞ্জিন চালানোর পরীক্ষা সম্পন্ন করেছে চীনের তৈরি পুনঃব্যবহারযোগ্য রকেট চুছুয়ে-৩। পরীক্ষাগুলো সফল হওয়ায় রকেটটি এখন উড্ডয়নের জন্য প্রস্তুত।
৪.৫ মিটার ব্যাস এবং প্রায় ৬৬ মিটার দৈর্ঘ্যের রকেটটি প্রতি উৎক্ষেপণে ১৮টি পর্যন্ত স্যাটেলাইট বহন করতে পারবে। রকেটটির প্রথম ধাপের ব্যয় মোট খরচের ৭০ শতাংশ।
প্রথম ধাপটি কমপক্ষে ২০ বার পুনঃব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এতে একবার ব্যবহৃত রকেটের তুলনায় উৎক্ষেপণ খরচ ৮০ থেকে ৯০ শতাংশ কমানো সম্ভব।
রেডিওটুডে নিউজ/আনাম