চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

শুক্রবার,

১৭ অক্টোবর ২০২৫,

২ কার্তিক ১৪৩২

Radio Today News

চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৫, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৩৬, ১৭ অক্টোবর ২০২৫

Google News
চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং দেশের প্রেসিডেন্ট সি চিন পিং, চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের চিঠির জবাব দিয়েছেন। চিঠিতে তাদেরকে বিশ্ববিদ্যালয়টির ১২০ বছর পূর্তি উপলক্ষ্যে অভিনন্দন জানান প্রেসিডেন্ট সি।

চিঠিতে সি বলেন, নতুন যাত্রায় সকল শিক্ষক-শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চমত্কার ঐতিহ্য ধরে রাখবেন, কৃষিকে শক্তিশালী করা ও দেশের সেবা করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন, শিক্ষা ও শিক্ষাদান সংস্কারকে আরও গভীর করবেন, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণার ফলাফলের প্রয়োগকে শক্তিশালী করবেন, কৃষির প্রতি গভীর বোধগম্যতা ও ভালোবাসাসহ আরও পেশাদার তৈরি করার চেষ্টা করবেন, এবং একটি শক্তিশালী কৃষি জাতি গঠন ও চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রচারে নতুন অবদান রাখবেন বলে তিনি আশা করেন।

সম্প্রতি চীনের কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা সাধারণ সম্পাদক সি চিন পিংকে একটি চিঠি লিখে বিশ্ববিদ্যালয়ের ১২০ বছরের উন্নয়ন এবং অর্জন সম্পর্কে অবহিত করেন। একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত করার এবং জাতীয় পুনর্জাগরণের মহান লক্ষ্যে অবিরাম পরিশ্রম করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তাঁরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের