পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারো সংঘর্ষ, হতাহত অনেকে

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

৩০ আশ্বিন ১৪৩২

Radio Today News

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারো সংঘর্ষ, হতাহত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০১, ১৫ অক্টোবর ২০২৫

Google News
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারো সংঘর্ষ, হতাহত অনেকে

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আজ বুধবার নতুন করে সংঘর্ষে কয়েক ডজন সেনা ও বেসামরিক লোক নিহত হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আফগানিস্তানের স্পিন বোলদাক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে দু’টি বিস্ফোরণে পাকিস্তানকে দায়ী করার পর থেকে দুই প্রতিবেশীর মধ্যে সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে।

কাবুলের তালেবান প্রশাসন প্রতিশোধ হিসেবে তাদের দক্ষিণ সীমান্তের কিছু অংশে আক্রমণ শুরু করে। এ ঘটনায় ইসলামাবাদ কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান (টিটিপি)’র নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে, কাবুল সেই অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ সহিংসতার ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনী আফগান তালেবানদের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমে দু’টি প্রধান সীমান্ত চৌকিতে আক্রমণ করার জন্য অভিযুক্ত করেছে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আজ বুধবার ভোরে দক্ষিণ কান্দাহার প্রদেশের আফগান সীমান্তের স্পিন বোলদাকের কাছে চালানো হামলায় প্রায় ২০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

তারা আরো জানায়, পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে রাতভর সংঘর্ষে আরো প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে আফগান তালেবান জানিয়েছে, স্পিন বোলদাকের কাছে সংঘর্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। দুই থেকে তিনজন যোদ্ধা নিহত হয়েছে বলেও স্বীকার করেছে তারা।

স্পিন বোলদাক অঞ্চলের তথ্য বিভাগের আফগান মুখপাত্র আলী মোহাম্মদ হকমাল বলেন, শেল নিক্ষেপ করে আমাদের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে।

পাকিস্তান সর্বশেষ সংঘর্ষে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি। তবে, গত সপ্তাহে তারা বলেছিল- প্রথম সংঘর্ষে তাদের ২৩ জন সেনা নিহত হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের