ভেনেজুয়েলায় সোনার খনি ধসে ১৪ জনের মৃত্যু

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

বুধবার,

১৫ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

ভেনেজুয়েলায় সোনার খনি ধসে ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৬, ১৪ অক্টোবর ২০২৫

Google News
ভেনেজুয়েলায় সোনার খনি ধসে ১৪ জনের মৃত্যু

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় এল ক্যালাও এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে একটি সোনার খনি ধসে পড়লে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের তিনটি পৃথক সুড়ঙ্গ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। রয়টার্স জানায়, উদ্ধারকাজে অংশ নিচ্ছে জাতীয় রিস্ক সিস্টেম টিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, উদ্ধার তৎপরতার প্রাথমিক ধাপে খনির সব সুড়ঙ্গ থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে পানির স্তর কমানোর কাজ চলছে। পরবর্তীতে পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী ধাপে উদ্ধারকাজ এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, ভেনেজুয়েলায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর খনি থাকলেও এসব খনিতে নিরাপত্তার অভাব ও দুর্বল তদারকির কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের