
আবহাওয়ার শাসন ব্যবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা আরও গভীর করছে চীন। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আগাম সতর্কীকরণ প্রযুক্তি ব্যবহার করছে দেশটি। শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
চায়না মেটিওরোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন এর প্রধান ছেন চেনলিন বলেন, জলবায়ু সংক্রান্ত দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি আগাম সতর্কীকরণ ব্যবস্থা কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছে চীন।
ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আবহাওয়া কেন্দ্রগুলোর সাথে তাল মিলিয়ে চীন বর্তমানে সিংহুয়া বিশ্ববিদ্যালয়, ফুতান বিশ্ববিদ্যালয় এবং শাংহাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির সাথে এআই-ভিত্তিক পূর্বাভাস মডেল তৈরি করতে কাজ করছে দেশটি।
রেডিওটুডে নিউজ/আনাম