
আফ্রিকার দেশ চাদের হাদজার-লামিস অঞ্চলের দোগুইয়া জেলার মিদেকিন গ্রামে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সোনালি ধানের শীষ দোল খায় হালকা বাতাসে। প্রকৃতিই যেন বলে দিচ্ছে, এবার ফসল কাটার সময় হলো।
চাদের প্রধান ফসল তিল, গাম অ্যারাবিক ও তুলা। তবে ধানই খাদ্যনিরাপত্তার মূল স্তম্ভ। কিন্তু দীর্ঘদিন ধরে অর্থের অভাব, পুরনো কৃষি পদ্ধতি ও শুষ্ক আবহাওয়ার কারণে ধানের ফলন কম ছিল দেশটিতে। প্রতি বছর লাখ লাখ টন ধান আমদানি করেও মেটানো যেত না চাহিদা।
২০০৬ সালে চীনা কৃষি বিশেষজ্ঞদের দল আসে চাদে। তারা নতুন ধানের জাত, সেচব্যবস্থা ও আধুনিক যন্ত্র—যেমন রাইস ট্রান্সপ্লান্টার ও হারভেস্টার এসবের সঙ্গে দেশটির কৃষকদের পরিচয় করিয়ে দেন।
দীর্ঘ দুই দশকের প্রচেষ্টায় চীনা জাতের ধান এখন স্থানীয় জাতের চেয়ে ৩৫ শতাংশ বেশি ফলন দিচ্ছে। ইতোমধ্যে চাদের ৬ লাখ হেক্টর জমিতে উন্নত বীজ বপন করা হয়েছে, যা দিয়ে ৩০ লাখ মানুষের এক বছরের চাহিদা মিটবে।
রেডিওটুডে নিউজ/আনাম