
বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টেবিল টেনিস চায়না স্ম্যাশে পাঁচটি ইভেন্টের সবকটিতে শিরোপা জিতে দারুণ সাফল্য অর্জন করেছে চীন।
রোববার অনুষ্ঠিত ফাইনালে পুরুষ এককে শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ওয়াং ছুছিন , আর নারী এককে সেরা হয়েছেন দ্বিতীয় বাছাই ওয়াং মানইউ।
ওয়াং ছুছিন এদিন পুরুষ এককের ফাইনালে ফ্রান্সের ১৯ বছর বয়সী ফেলিক্স লেব্রুনকে সরাসরি সেটে হারিয়ে আসরটি শেষ করেন এক দুর্দান্ত ‘ক্লিন সুইপ’-এর মাধ্যমে।
নারী এককে ওয়াং মানইউ দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন সুন ইংশাকে হারিয়ে প্রতিশোধ নেন গত বছরের ফাইনাল হারের।
রেডিওটুডে নিউজ/আনাম