আসিয়ানের সবুজ উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিলো চীনের অঙ্গীকার

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫,

২৪ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫,

২৪ আশ্বিন ১৪৩২

Radio Today News

আসিয়ানের সবুজ উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিলো চীনের অঙ্গীকার 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৭, ৮ অক্টোবর ২০২৫

Google News
আসিয়ানের সবুজ উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিলো চীনের অঙ্গীকার 

চীনের কার্বন নির্গমন আরও কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধির অঙ্গীকার দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিগুলোর নিম্ন-কার্বন রূপান্তরকে ত্বরান্বিত করবে বলে আশা করছেন বিশ্লেষকরা। 

ডিকার্বনাইজেশনের এই পদক্ষেপ আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াবে বলেও ধারণা করা হচ্ছে। 

গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ভিডিও ভাষণে প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, ২০৩৫ সালের মধ্যে চীন তার অর্থনীতির সামগ্রিক নিট গ্রিনহাউস গ্যাস নির্গমন সর্বোচ্চ স্তর ৭ থেকে ১০ শতাংশ কমাবে। একই সময়ে, মোট জ্বালানি ব্যবহারে অ-জীবাশ্ম জ্বালানির অংশ ৩০ শতাংশের বেশি বাড়ানো হবে এবং ২০২০ সালের তুলনায় সৌর ও বায়ু বিদ্যুতের স্থাপিত ক্ষমতা বৃদ্ধি করে মোট ৩,৬০০ গিগাওয়াটে উন্নীত করা হবে।

এই ঘোষণা আগামী নভেম্বরে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিতব্য জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আগে বিশেষ গুরুত্ব বহন করছে।    

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের