
চীনের জাতীয় দিবসের ছুটির দ্বিতীয় দিনে দেশটির বক্স অফিস আয় ছুঁয়েছে ৭০ কোটি ইউয়ান। শুক্রবার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের হিসাবে জানা গেল এ তথ্য।
এবারের ছুটির মৌসুমে মুক্তি পেয়েছে ১৩টি নতুন চলচ্চিত্র—যার মধ্যে ফ্যান্টাসি, অ্যাকশন, যুদ্ধভিত্তিক ও ক্রাইমসহ নানা ঘরানার ছবি দর্শকদের হলে টানছে।
তালিকায় সবার আগে আছে স্বেচ্ছাসেবী যোদ্ধাদের আত্মত্যাগের গল্প নিয়ে ছেন খাইক্য পরিচালিত ‘দ্য ভলানটিয়ার্স: পিস অ্যাট লাস্ট’। এটি পরিচালক ছেনের ভলানটিয়ার্স ট্রিলজির তৃতীয় ও শেষ কিস্তি।
চলতি মৌসুমের সফল সিনেমার তালিকায় আরও আছে—আ রাইটার্স অডিসি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানি সেনাদের জীবাণু যুদ্ধ অপরাধ নিয়ে নির্মিত ‘৭৩১’ বা ‘ইভিল আনবাউন্ড’।
রেডিওটুডে নিউজ/আনাম