জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

Radio Today News

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মো. তাহের

জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৮, ৭ অক্টোবর ২০২৫

Google News
জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ

জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সকালে জাতিসংঘ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তবে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমেরিকায় এনআরবি অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশিদের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ ছিল। যাদের পাসপোর্ট আছে, সেসব বাংলাদেশি প্রবাসীদের যাতে ভোট নিশ্চিত করা হয়, সে ব্যাপারে আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘ডাকসু ও জাকসু নির্বাচনে যে ফল তার প্রভাব শুধু বাংলাদেশে না, যুক্তরাষ্ট্রেও দেখেছি।’

জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৩টি রাজনৈতিক দলের ৬ জন নেতার মধ্যে একজন ছিলেন ডা. তাহের। ১৩ দিনের সফর শেষে সকালে বিমানবন্দরে অবতরণ করলে নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেয় তাকে।

পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, ‘জাতিসংঘ সফরে সরকারপ্রধানের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নেওয়া ব্যতিক্রম ঘটনা।’ জাতীয় ইস্যুতে বাংলাদেশ যে ঐক্যবদ্ধ আছে, এটা তার প্রমাণ বলেও মনে করেন তিনি।

পরে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, ‘যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন, এ কারণে যদি নির্বাচন পিছিয়ে যায়, তবে তার দায় তাদেরকেই নিতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের