নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ বিএনপি মেনে নেবে না: সালাহউদ্দিন

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

Radio Today News

নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ বিএনপি মেনে নেবে না: সালাহউদ্দিন 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৪, ৬ অক্টোবর ২০২৫

Google News
নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ বিএনপি মেনে নেবে না: সালাহউদ্দিন 

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের প্রয়াস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত 'আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে। বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগামী নির্বাচন সুষ্ঠু করতে এসবই সরকারের মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। 

এসময় আওয়ামী লীগ প্রশ্নে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য শক্তিশালী করলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তির উৎপাত ও উৎপাদন কোনোটাই সম্ভব হবে না। 

এদিকে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ প্রসঙ্গে এ সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করলে বিএনপি সবার আগে প্রতিবাদ করেছে, এখনও নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ বিএনপি মেনে নেবে না।

এর আগে রোববার (৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিকগুলো একমত হয়েছে।

সনদ বাস্তবায়নের জাতীয় নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

বিএনপির দেয়া এ প্রস্তাবে বেশ কয়েকটি দল একমত হলেও দ্বিমত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনের আগেই সনদের আইনগত ভিত্তি চায় দল দু'টি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের