খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার আনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

Radio Today News

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার আনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪১, ৭ অক্টোবর ২০২৫

Google News
খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার আনা হচ্ছে বুলেটপ্রুফ গাড়ি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নতুন বিশেষ ডিজাইনের বুলেটপ্রুফ মিনিবাস কিনছে বিএনপি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও আনা হচ্ছে বুলেটপ্রুফ জিপ গাড়ি। তবে কী ধরনের বা কোন মডেলের গাড়ি আনা হচ্ছে, তা এখনো জানা যায়নি।

বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে এই দুটি গাড়ি কেনার বিষয়ে সরকারকে চিঠি দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা ভালো থাকলে বেগম জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন এবং প্রচারও চালাবেন।

এমন গাড়ি আমদানির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি বা অনাপত্তিপত্রের প্রয়োজন হয়। দেশীয় নিরাপত্তায় কোনো সমস্যা হবে কি না—পুলিশের মাধ্যমে তদন্ত করে এসব বিষয় দেখে মন্ত্রণালয়। সেখানে উল্লেখ থাকে মন্ত্রণালয়ের আপত্তি আছে বা নেই।

নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রায় পাঁচ মাস আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার বিষয়ে নথি পাঠানো হয়েছিল। স্পেশাল ব্রাঞ্চের (পুলিশের বিশেষ শাখা বা এসবি) প্রতিবেদন নিয়ে তাঁর গাড়ির বিষয়ে তখনই অনুমতি দিয়েছি। আর নতুন করে আবেদন এসেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ির জন্য। তাঁর গাড়ির বিষয়েও আমরা এসবির প্রতিবেদন পেয়েছি। এটারও অনুমতি আজ (সোমবার) আমরা দিয়েছি। জাপান থেকে গাড়ি আমদানি করা হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছিলেন, ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে, তখন দেশে আসার তারিখ নির্ধারণ করতে পারেন তারেক রহমান।

তবে বিএনপি যেভাবে চাইবে, সেভাবে তাঁর জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ওই কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, ‘তারেক রহমান যখন দেশে ফিরবেন, তখন আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার, সব করা হবে। বিএনপির পক্ষ থেকে যেসব চাহিদা দেওয়া হবে, সব নিশ্চিত করা হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এখনো কোনো চাহিদাপত্র দেওয়া হয়নি। সম্প্রতি যখন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন, তখন বিএনপির চাহিদা অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয়েছিল।’

পুলিশ প্রটোকলের বাইরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)। এই ফোর্সে ১০ জন সদস্য আছেন। বেগম খালেদা জিয়া কোথাও গেলে তাঁর নিরাপত্তায় বিশেষ পোশাকে এই সদস্যদের দেখা যায়।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, ‘সিএসএফের ক্যাপাসিটি নিয়ে আমি মোটেই সন্তুষ্ট না। তাঁদের সে রকম নিরাপত্তা দেওয়ার সক্ষমতা আছে কি না, তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। উনি (তারেক রহমান) দেশে এলে তো বাসায় বসে থাকবেন না। আগামী নির্বাচনে উনাকে সারা বাংলাদেশ চষে বেড়াতে হবে। বাংলাদেশ এত জনাকীর্ণ এলাকা, জ্যাম—এটা চিন্তা করেই উনার নিরাপত্তাব্যবস্থা নিতে হবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। নিরাপত্তাব্যবস্থা যত দূর সম্ভব নিশ্ছিদ্র করার চেষ্টা করছি। দেশে ফেরার পর তাঁকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের