নাহিদ ইসলামকে ‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করতে বললেন রাশেদ খাঁন

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

Radio Today News

নাহিদ ইসলামকে ‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করতে বললেন রাশেদ খাঁন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪১, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৪২, ৬ অক্টোবর ২০২৫

Google News
নাহিদ ইসলামকে ‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করতে বললেন রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, নির্বাচন ঘিরে চলমান ষড়যন্ত্রের পেছনে উপদেষ্টাদেরও ইন্ধন থাকতে পারে। তাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘গাদ্দার’ উপদেষ্টাদের নাম প্রকাশ করতে হবে।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকারি উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘যেদিন এনজিও উপদেষ্টারা শপথ নিয়েছেন, সেদিনই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ তৈরি হয়েছে। এটি ব্যর্থ হতে দেওয়া যাবে না। যদি নির্বাচন বানচালের মধ্য দিয়ে অভ্যুত্থান ব্যর্থ হয়, তাহলে তার দায় নাহিদ ইসলামকেও নিতে হবে।’

সংসদের উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ব্যবস্থার পক্ষে মত জানালেও, নিম্নকক্ষে এ ব্যবস্থা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘নিম্নকক্ষে পিআর চালু হলে সকাল-বিকেল সংসদ সদস্য কেনাবেচা হবে।’

এর আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, উপদেষ্টা পরিষদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্র তৈরি করেছেন এবং ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের চিন্তায় আছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের