ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল বার্সেলোনা, গ্রেপ্তার ৮

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

Radio Today News

ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল বার্সেলোনা, গ্রেপ্তার ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ৫ অক্টোবর ২০২৫

Google News
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল বার্সেলোনা, গ্রেপ্তার ৮

স্পেনের বার্সেলোনায় ইসরায়ের বিরোধী ও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আটজনকে গ্রেপ্তার করা হয়েছেন এবং ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা এমন কিছু দোকানে ভাঙচুর চালায় যেগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে বলে তারা দাবি করে। যদিও পুরো বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন এবং তা মূলত শান্তিপূর্ণ ছিল।

মাদ্রিদ ও অন্যান্য স্পেনীয় শহর ছাড়াও রোম ও লিসবনে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভের পেছনে মূল কারণ ছিল ‘গ্লোবাল সমুদ’ নামের ত্রাণবাহী নৌবহরকে ইসরায়েলের প্রতিহত করা। এই নৌবহরটি বার্সেলোনা থেকে যাত্রা করেছিল এবং গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ৪৯ জন স্পেনীয়র মধ্যে ২১ জন রোববার তেল আবিব থেকে স্পেনে ফিরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।

গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে আলোচনার লক্ষ্যে আলোচকরা মিসরে একত্রিত হচ্ছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, গাজায় আটক বন্দিদের কয়েক দিনের মধ্যেই মুক্তি দেওয়া হতে পারে। তবে তার সরকারের সেনাবাহিনী এখনও গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের