শাংহাইয়ের চিয়াংনান শিপইয়ার্ডে উপচে পড়া ভিড়

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

০৭ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

Radio Today News

শাংহাইয়ের চিয়াংনান শিপইয়ার্ডে উপচে পড়া ভিড় 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২১, ৭ অক্টোবর ২০২৫

Google News
শাংহাইয়ের চিয়াংনান শিপইয়ার্ডে উপচে পড়া ভিড় 

জাতীয় দিবস ও মধ্য-শরৎ উৎসবের আটদিনের ছুটিতে চীনে শিল্প পর্যটনে ব্যাপক সাড়া পড়েছে। শাংহাইয়ের চিয়াংনান শিপইয়ার্ড, যা ১৬০ বছরের পুরনো। এটি চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের অধীন, সেখানে ভিড় জমেছে পরিবার ও শিক্ষার্থী দলগুলোর। 

দর্শনার্থীরা আধুনিক জাহাজ নির্মাণ প্রক্রিয়া কাছ থেকে দেখছেন—ইস্পাত কাটা থেকে শুরু করে বিশাল জাহাজের সংযোজন ও উদ্বোধন পর্যন্ত। শিক্ষার্থীরা হাতে-কলমে জাহাজের মডেল তৈরি করছে এবং শিল্প উৎপাদনের প্রাথমিক ধারণা শিখছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের