
জাতীয় দিবস ও মধ্য-শরৎ উৎসবের আটদিনের ছুটিতে চীনে শিল্প পর্যটনে ব্যাপক সাড়া পড়েছে। শাংহাইয়ের চিয়াংনান শিপইয়ার্ড, যা ১৬০ বছরের পুরনো। এটি চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের অধীন, সেখানে ভিড় জমেছে পরিবার ও শিক্ষার্থী দলগুলোর।
দর্শনার্থীরা আধুনিক জাহাজ নির্মাণ প্রক্রিয়া কাছ থেকে দেখছেন—ইস্পাত কাটা থেকে শুরু করে বিশাল জাহাজের সংযোজন ও উদ্বোধন পর্যন্ত। শিক্ষার্থীরা হাতে-কলমে জাহাজের মডেল তৈরি করছে এবং শিল্প উৎপাদনের প্রাথমিক ধারণা শিখছে।
রেডিওটুডে নিউজ/আনাম