
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক গিয়োমকে সিংহাসনে আরোহণ উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। শুক্রবার পাঠানো বার্তায় সি উল্লেখ করেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে চীন ও লুক্সেমবার্গ সবসময় একে অপরকে সম্মান ও সমতার ভিত্তিতে দেখেছে।
তিনি বলেন, বর্তমানে উভয় দেশের সহযোগিতা ইস্পাত, অর্থনীতি ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতে ফলপ্রসূ সাফল্য অর্জন করেছে। বিশেষ করে চেংচৌ-লুক্সেমবার্গ ‘এয়ার সিল্ক রোড’ চীন-ইউরোপ শিল্প শৃঙ্খলের স্থিতিশীল ও মসৃণ প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সি আরও জানান, তিনি চীন-লুক্সেমবার্গ সম্পর্কের বিকাশকে অত্যন্ত গুরুত্ব দেন এবং গ্র্যান্ড ডিউক গিয়োমের সঙ্গে কাজ করতে আগ্রহী, যাতে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়।
একই দিনে প্রেসিডেন্ট সি সিংহাসন ত্যাগকারী লুক্সেমবার্গের সাবেক গ্র্যান্ড ডিউক হেনরিকেও শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা পাঠান।
রেডিওটুডে নিউজ/আনাম