
আগামী বছর হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের অর্থ জমার সুবিধার্থে অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী শনিবার (১১ অক্টোবর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। সোমবার এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইড সুপারভিশন বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শনিবার স্বাভাবিক সময় অনুযায়ী হজ নিবন্ধনকারীদের নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে। এছাড়া ১২ অক্টোবর রোববার লেনদেন সময়ের পরও হজ নিবন্ধনের অর্থ জমাদানকারী যতক্ষণ থাকেন, ততক্ষণ পর্যন্ত জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ জারি করেছে বলে সার্কুলারে জানানো হয়।
রেডিওটুডে নিউজ/আনাম