শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

পবিত্র ওমরাহ পালনে নতুন নিয়ম জারি সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪১, ৩ অক্টোবর ২০২৫

Google News
পবিত্র ওমরাহ পালনে নতুন নিয়ম জারি সৌদি আরবের

পবিত্র ওমরাহ মুসলমানদের জন্য এক স্বপ্নযাত্রা হলেও ভিসা প্রক্রিয়া, হোটেল বুকিং ও যাতায়াত ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ভোগান্তি ছিল। অনেকেই এজেন্টদের ওপর নির্ভর করতেন, কেউ কেউ আবার টুরিস্ট ভিসায় ওমরাহ সম্পন্ন করার চেষ্টা করতেন। এবার সৌদি আরব ওমরাহ যাত্রা সহজ ও স্বচ্ছ করতে বড় ধরনের পরিবর্তন এনেছে।

সংযুক্ত আরব আমিরাতের ওমরাহ অপারেটরদের মতে, প্রতিটি ধাপ এখন সরকারি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল ও যাতায়াত—সবই ‘মাসার’ ও ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে করতে হবে। তবে এতে শৃঙ্খলা যেমন বাড়ছে, তেমনি ভ্রমণকারীদের মানতে হবে কঠোর নিয়ম।

নিচে থাকছে ভ্রমণকারীদের জানা প্রয়োজনীয় ১০টি প্রধান পরিবর্তন:

১. ভিসা আবেদনকালে হোটেল বুকিং বাধ্যতামূলক: ভিসার জন্য আবেদন করার সময়ই অনুমোদিত হোটেল বুক করতে হবে অথবা সৌদিতে আত্মীয়ের বাসায় থাকার প্রমাণ দিতে হবে।

২. আত্মীয়ের বাসায় থাকলে দিতে হবে সৌদি আইডি: যাদের আত্মীয়ের বাসায় থাকার পরিকল্পনা, তাদের হোস্টের ইউনিফায়েড সৌদি আইডি নম্বর দিতে হবে।

৩. টুরিস্ট ভিসায় ওমরাহ নিষিদ্ধ: এখন থেকে টুরিস্ট ভিসায় ওমরাহ করা যাবে না। নিয়ম ভাঙলে মদিনার রিয়াজুল জান্নাহ প্রবেশেও বাধা দেওয়া হবে।

৪. আলাদা ওমরাহ ভিসা আবশ্যক: শুধু নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ ভিসা নিতে হবে। এটিই এখন একমাত্র বৈধ উপায়।

৫. ভ্রমণসূচি পরিবর্তন করা যাবে না: ভিসার সময় নির্ধারিত সূচি পরিবর্তন বা দীর্ঘায়িত করা নিষিদ্ধ। নিয়ম ভাঙলে জরিমানা ও এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৬. কিছু দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন ভিসাধারীরা সৌদিতে ভিসা অন অ্যারাইভাল পাবেন, তবে শর্ত হলো তারা আগে অন্তত একবার ওই দেশগুলোতে ভ্রমণ করেছেন।

৭. এয়ারপোর্টে বুকিং যাচাই: আগমনের পর কর্তৃপক্ষ হোটেল ও যাতায়াত বুকিং যাচাই করবে। কোনো ঘাটতি থাকলে যাত্রা আটকে দেওয়া বা জরিমানা হতে পারে।

৮. অনুমোদিত ট্যাক্সি ও যানবাহন ব্যবহার বাধ্যতামূলক: শুধুমাত্র নুসুক অ্যাপ বা অনুমোদিত পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে হবে।

৯. হারামাইন এক্সপ্রেস ট্রেনের নিয়ম: ট্রেন রাত ৯টা পর্যন্ত চলে। পরে আসলে আগে থেকে অনুমোদিত পরিবহন বুক করতে হবে।

১০. নিয়ম ভাঙলে ভারী জরিমানা: যেকোনো নিয়ম ভাঙলে ন্যূনতম ৭৫০ রিয়াল জরিমানা করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের