শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

বোর্ডিং স্কুলে ভবন ধস, নিখোঁজ ৫৯ জনের বাঁচার সম্ভাবনা নেই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৪, ৩ অক্টোবর ২০২৫

Google News
বোর্ডিং স্কুলে ভবন ধস, নিখোঁজ ৫৯ জনের বাঁচার সম্ভাবনা নেই

ইন্দোনেশিয়ার একটি বোর্ডিং স্কুলে ভবন ধসে পড়ার ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ৫৯ জন। তবে তাদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, গত সোমবার সিদোয়ারজো শহরের একটি ইসলামিক বোর্ডিং স্কুলে ভবন ধসের ঘটনা ঘটে। এ সময় শতাধিক শিক্ষার্থী ভেতরে ছিল। অন্তত ৫ জন শিক্ষার্থী নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। এখনো নিখোঁজ অন্তত ৫৯ জন। কয়েক শ মিটার দূর থেকেও মরদেহের পঁচা গন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

উদ্ধার অভিযান শুরু হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। ভবনের জটিল কাঠামোর কারণে উদ্ধার অভিযান চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা আজ বৃহস্পতিবার জানিয়েছে, ড্রোন ব্যবহার করে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে কোনো প্রাণের চিহ্ন শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাও জানান, ধ্বংসস্তূপের ভেতরে কেউ বেঁচে নেই। 

উদ্ধারকারী দলটি ‘পরবর্তী পর্যায়ের’ অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পর্যায়ে কংক্রিটের স্ল্যাবগুলো সরানোর জন্য ভারী সরঞ্জাম ব্যবহার করা হবে। এই ধ্বংসাবশেষগুলো হয় ক্রেন ব্যবহার করে তোলা হবে অথবা ছোট ছোট টুকরো করা হবে। 

এদিকে স্কুল ভবনের আশপাশে নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনদের আহাজারি চলছে। তিন দিন ধরে সেখানেই থাকছেন তাঁরা। সন্তানের খোঁজে ব্যাকুল হয়ে অপেক্ষা করছেন মা-বাবা। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের