শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

৫ বছর পর পুনরায় চালু হচ্ছে ভারত ও চীন সরাসরি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৩ অক্টোবর ২০২৫

Google News
৫ বছর পর পুনরায় চালু হচ্ছে ভারত ও চীন সরাসরি ফ্লাইট

পাঁচ বছর পর ভারতের সঙ্গে চীনের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। কভিড মহামারির সময় ২০২০ সালে এই ফ্লাইটগুলো বন্ধ হয়েছিল। পরে সীমান্ত উত্তেজনার কারণে তা আর চালু হয়নি।

বৃহস্পতিবার ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে শুরু করায় নির্দিষ্ট কয়েকটি শহরের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের চীনা দূতাবাস জানিয়েছে, চলতি অক্টোবরের শেষ দিক থেকে নির্দিষ্ট শহরগুলোর মধ্যে ফ্লাইট চালু হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাণিজ্যিক এয়ারলাইনসগুলো। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার ভারত সরকারের উদ্যোগের অংশ বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো বৃহস্পতিবার ঘোষণা করেছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা ও চীনের গুয়াংজুর মধ্যে তাদের সরাসরি ফ্লাইট চালু হবে।

সম্প্রতি সাত বছর পর প্রথমবারের মতো আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে হিমালয়ের বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে চারজন চীনা ও ২০ জন ভারতীয় সেনা নিহত হন। কয়েক দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা, যা দুই দেশের উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ দীর্ঘ সময়ের জন্য স্থবির করে দেয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের