
গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আজ শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় টঙ্গি-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন- হাফিজুর (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাদের চার বছর বয়সী ছেলে তামিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম