শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

ফেনীতে বাস উল্টে পড়ল দোকানে, নিহত তিনজন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫০, ৩ অক্টোবর ২০২৫

Google News
ফেনীতে বাস উল্টে পড়ল দোকানে, নিহত তিনজন

ফেনীর দাগনভূঞা উপজেলায় সুগন্ধা পরিবহনের একটি বাস উল্টে পাশের দোকানে গিয়ে পড়ে। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। অন্তত আটজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া তিন জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও পাঁচজন। 

ফেনীতে নিহতরা হলেন– দাগনভূঞার খুশিপুর এলাকার শহিদুল্লাহর স্ত্রী শামীম আরা বেগম (৫০) ও একই উপজেলার দক্ষিণ জয়লস্কর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. শ্রাবণ (২০)। নিহত অন্য নারীর পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ, হাসপাতাল, স্থানীয় মানুষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে একটি দোকানে গিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

শ্রাবণের বড় ভাই সাদ্দাম হোসেন বলেন, শ্রাবণ প্রতিদিনের মতো অটোরিকশা চালাতে সিলোনিয়া বাজারে যান। সুগন্ধা বাসটি উল্টে অটোরিকশার ওপর পড়লে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন ও প্রবাসফেরত মো. পিয়াস বলেন, সুগন্ধা গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল। সিলোনিয়া ব্রিজের আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাঁ পাশে ও পরে ডান পাশে ধাক্কা দিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিসহ দোকানে ঢুকে পড়ে। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা. সৈয়দ শাহরিয়ার মাহমুদ বলেন, দুর্ঘটনার পর আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, বেপরোয়া গতি ও বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহে শিশুসহ দুজন নিহত 
ঝিনাইদহে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন। গতকাল দুপুর দেড়টার দিকে সদর উপজেলার আঠারো মাইলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা স্পিড ব্রেকারের দাবিতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে হাইওয়ে পুলিশ সড়ক বিভাগের মাধ্যমে সেখানে দ্রুত স্পিড ব্রেকার দেওয়ার আশ্বাস দিলে বিকেল সাড়ে ৪টার দিকে তারা অবরোধ তুলে নেন। সে সময় সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, সদর উপজেলার হলিধানী বাজার থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে নগরবাথান বাজারে যাচ্ছিলেন ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলাম। পথে আঠারো মাইল নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামে আট বছরের শিশু নিহত হয়। আহত হন ভ্যানচালক নজরুল ইসলামসহ দুজন। সদর হাসপাতালে নিয়ে গেলে নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর ব্যক্তিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

নাটোরে যুবকের মৃত্যু
নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুজন কুমার (৩৩)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া ফুলবাড়ি গ্রামের মৃত সুনীল কুমারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল সকালে সুজন মোটরসাইকেল নিয়ে নওগাঁর আত্রাই উপজেলার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন। দিয়ারভিটা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে তিনি পুকুরে পড়ে যান।

সিদ্ধিরগঞ্জে দুই ট্রাকচালক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় দুই ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল সকালে কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রাকিব হোসেন (২৭) ও মো. সাগর (২৬)। 

হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ওই দুই ট্রাকচালক একটি বিকল ট্রাক রশি ও বাঁশ দিয়ে বেঁধে অপর একটি ট্রাকের সাহায্যে ঢাকার দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রাকটি ডিভাইডারের সঙ্গে আটকে যায়। পরে ট্রাক রেখে দুজন রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান। 

নিহত রাকিবের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের পাচুয়া পশ্চিমপাড়া গ্রামে। তাঁর বাবার নাম রফিকুল ইসলাম এবং সাগরের বাড়ি রংপুরের কাউনিয়ার চণ্ডীপুর গ্রামে। তাঁর বাবা মৃত শাহ আলম। 

জুলহাস উদ্দিন বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের