
টানা তিনদিন বৃষ্টির পর জয়পুরহাটে গত দু’দিন ধরে সকালে কুয়াশা দেখা যাচ্ছে। ভোরে ফসলের মাঠ, ঘাস আর গাছগাছালির ওপর শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আজ মঙ্গলার সকাল ৯টা পর্যন্ত জেলার সড়ক ও গ্রামীণ জনপদের চারপাশ ঢেকে ছিল কুয়াশার আস্তরণে। তবে দিনভর রোদে গরম আবহাওয়া ছিল।
নওগাঁর বদলগাছী আবহাওয়া অফিস জানায়, জয়পুরহাটে সাধারণত নভেম্বরের শুরু থেকে শীতের আমেজ শুরু হয়। এবার চলতি মৌসুমে মেঘলা আকাশ এবং মাঝে মাঝে বৃষ্টিপাতের কারণে শীতের আমেজ শুরু হয়েছে। বর্তমানে দিনে ৩০ থেকে ৩২ এবং রাতে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
কালাই পৌরশহরের আঁওড়া মহল্লার বাসিন্দা এনামুল হক বলেন, সবেমাত্র অক্টোবর মাস শুরু’ শীত আসতে আরও দেরি আছে। গত তিনদিন ধরে টানা বৃষ্টি ও ঝড়ে যেন শীত নামিয়ে দিল। দুইদিন ধরে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ভোরে ঘুম থেকে উঠলে দেখা যায় বাড়ির চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। কুয়াশার সঙ্গে শীত অনুভূত হয়। রাতে হালকা কাঁথা নিয়ে ঘুমাতে হয়। মাঝে মধ্যে আবার ফ্যানও ছাড়তে হয়। দিনের বেলায় গরম তো লাগেই।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, শরৎকালে এবার ব্যাপক বৃষ্টি হয়েছে। সাথে হিমেল বাতাসও বইছে। এ কারণে দিনের চেয়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। আর রাত ও সকালে হঠাৎ করে কুয়াশা দেখা যাচ্ছে। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে।
রেডিওটুডে নিউজ/আনাম