
চীনের জাতীয় দিবস আর মধ্য-শরৎ উৎসব—দুটি বড় ছুটি একসঙ্গে পড়েছে এবার। চীনজুড়ে যেন উৎসবের ঢেউ বয়ে গেল। ভোরের আলো ফোটার আগেই রাজধানীর থিয়েনআনমেন স্কয়ারে লাখো মানুষের ভিড়, পর্বতমালায় ড্রোন শো, আবার কেউ ছুটেছেন পাহাড়-নদী কিংবা ছোট্ট শহরের মেলায়—সব মিলিয়ে রঙিন, আর নতুন সম্ভাবনায় ভরা চীনের নতুন দিনের অর্থনীতির ছবিটাই যেন পরিষ্কার হলো এবারের ছুটিতে।
১ অক্টোবর থিয়েনআনমেন স্কয়ার রীতিমতো জনসমুদ্র। ১ লাখ ২১ হাজার মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছেন সেই মুহূর্তের দিকে—সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উড়বে জাতীয় পতাকা।
ছুটির প্রথম ভাগেই ১২৫ কোটি যাত্রী পরিবহন হয়েছে দেশজুড়ে! হাইওয়ে, রেল, নৌ ও আকাশপথ—সবখানেই দেখা গেছে রেকর্ড ভিড়, যা স্পষ্টতই আধুনিক ও সংযুক্ত চীনের প্রতীক।
রেডিওটুডে নিউজ/আনাম