
তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে হংকং, চায়নাকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। এদিকে ম্যাচটিকে ঘিরে মাঠ ও মাঠের বাইরে নিরাপত্তা দিতে সোয়াট থেকে শুরু করে থাকবে সেনাবাহিনীও। জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার মোহাম্মদ আউয়াল।
হংক, চায়না মহাগুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে লম্বা ক্যাম্পে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল (সোমবার, ৬ অক্টোবর) দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। নিজের দ্বিতীয় দিনের অনুশীলনে নামার আগে হামজা দিয়েছেন আশার বার্তা।
হামজা চৌধুরী বলেন, ‘কোচ, খেলোয়াড়দের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো হয়েছে। তিন, চার সপ্তাহ হলে অনুশীলন করছে। ইনশাআল্লাহ আমরা জিতবো।’
বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলের উপর বিশ্বাস রয়েছে হামজার। হংকং, চায়না ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান লেস্টার সিটির অধিনায়ক।
হামজা চৌধুরী বলেন, ‘আমার একটু অভিজ্ঞতা, আর তরুণ দল নিয়ে আমরা নামবো। আস্তে আস্তে করে অভিজ্ঞতা নিয়ে আমরা সাকসেসফুল দল হবো।’
সিঙ্গাপুর ম্যাচের অভিজ্ঞতা নিয়ে হংকং, চায়না ম্যাচে এবার বাড়তি সতর্ক থাকছে আয়োজক কমিটি। অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে মাঠে শৃঙ্খলার দায়িত্বে পুলিশের পাশাপাশি কাজ করবে সোয়াট ও সেনাবাহিনী।
বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার মোহাম্মদ আউয়াল বলেন, ‘সেনাবাহিনী, পুলিশ, সরকার- যত সাপোর্ট দেয়া দরকার সব সাপোর্ট দিচ্ছে বাফুফেকে। যেন দর্শকরা যারা খেলা দেখবে তাদের কোনো ভোগান্তি না হয়।’
নিরাপত্তা, শৃঙ্খলা ছাপিয়ে দেশের ফুটবল ভক্তদের একটাই চাওয়া। একটা জয়। সেই জয় আসবে এই ম্যাচেই হামজার মতো আশা ভক্ত সমর্থকদেরও।
রেডিওটুডে নিউজ/আনাম