লন্ডনে বসে, দিল্লিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

তারুণ্যের উৎসব সমাবেশে সাদিক কায়েম

লন্ডনে বসে, দিল্লিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৩, ৬ ডিসেম্বর ২০২৫

Google News
লন্ডনে বসে, দিল্লিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না

নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি বলেন, ‘লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।’

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, ‘ বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এদেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে।’

তিনি বলেন, ‘৫৪ বছরে আমাদের যে আশা ছিল তা পূরণ হয়নি।

রাজনৈতিক বিভেদের কারণে গত ১৭ বছরে দেশে যে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল হয়নি।’

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের