সব কিছু প্রস্তুত, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন: আমির খসরু

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

শনিবার,

০৬ ডিসেম্বর ২০২৫,

২২ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

সব কিছু প্রস্তুত, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন: আমির খসরু 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৩, ৬ ডিসেম্বর ২০২৫

Google News
সব কিছু প্রস্তুত, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন: আমির খসরু 

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ৬ ডিসেম্বর) দুপুরে বনানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানই নেতৃত্ব দিবেন।’

তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের রাজনীতিতে আসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশযাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।’

এ সময় খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান বিএনপির এই নেতা।

এসময় দ্রুত নির্বাচনের বিকল্প কিছু নেই উল্লেখ করে খসরু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার আন্দোলন করতে গিয়েই বেগম খালেদা জিয়া আজ এতো অসুস্থ। দেশ নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরুক, তা সবচেয়ে বেশি চেয়েছেন বেগম জিয়া।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা এতো বছর ত্যাগ করেছে জনগণের গণতন্ত্র ফেরাতে। তারা এখনও তা-ই করবে।

নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, তবে বেগম জিয়ার অসুস্থতার জন্য বিএনপি একটা কঠিন সময় পার করছে। 

গণতন্ত্রের কথা বলে সব কিছু চাপিয়ে দেবো এমনটা নয় মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেক দলেরই নিজস্ব চিন্তা-ভাবনা রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে কথা বলতে হবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে নিয়ে আলোচনা রাজনীতির অংশ।

দলের মনোনয়ন নিয়ে তিনি বলেন, ভোটে হার-জিতের বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এজন্য যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের অত্যন্ত বাছাই করেই দেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের