কিছু সময় ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবনে’ মায়ের সঙ্গে থাকার পরে শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন জুবাইদা রহমান।
বিকেল তিনটায় তিনি হাসপাতালে আসেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘ভাবি বিকেল ৩টা ৩৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন। এই মুহূর্তে তিনি সিসিইউতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যার পাশে আছেন।’
আতিকুর রহমান রুমন বলেন, ‘গতকাল গভীর রাতে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেছেন ভাবি। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দু বানু রয়েছেন।’
রেডিওটুডে নিউজ/আনাম

