বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে ‘কারা হেফাজতে হত্যার’ অভিযোগে বিচারের দাবিতে রাজধানীতে প্রেস ক্লাবের সামনে শনিবার (৬ ডিসেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ২০১৫ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টুর মৃত্যু স্বাভাবিক নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় তৎকালীন ও বর্তমান পুলিশ তথা কারা কর্তৃপক্ষের দায় তদন্তের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বর্তমান আইজিপি বাহারুল আলমকে দায়ী করে তার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি তোলেন।
তারা বলেন, পিন্টুকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। পিন্টু পিলখানা বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। ২০১৫ সালের ৩ মে তিনি কারা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান। পরিবার ও বিএনপি শুরু থেকেই এটিকে ‘কারা হেফাজতে হত্যা’ বলে আসছে।
তারা বলেন, হাসিনা সরকারের নির্দেশে ভারতের ষড়যন্ত্রের অংশ হয়ে বাহারুল আলম ঢাকা-৭ ও ৮ আসনের ছাত্রদল-যুবদল-মহিলা দল নেতাকর্মীদের নাম মিথ্যা মামলায় ঢুকিয়েছেন। এসবিপ্রধান হিসেবে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার দায়িত্ব থাকলেও তিনি তা করেননি। বরং পিন্টু ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

