এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের বক্তব্য অসত্য: জামায়াত

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সোমবার,

০৮ ডিসেম্বর ২০২৫,

২৩ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের বক্তব্য অসত্য: জামায়াত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:১৪, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:১৫, ৮ ডিসেম্বর ২০২৫

Google News
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের বক্তব্য অসত্য: জামায়াত

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের বক্তব্যকে অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

রোববার বিবৃতিতে বলেছেন, জামায়াতের বিরুদ্ধে ‘অস্ত্রের রাজনীতি’ সংক্রান্ত যে অভিযোগ আখতার হোসেন করেছেন, তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে জামায়াত, দেশে আইনের শাসন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। 

জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানের পর সামগ্রিক রাজনৈতিক পরিবেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে জামায়াত অত্যন্ত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক, অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের