বিশ্বজুড়ে মধ্য-শরৎ উৎসবের রঙিন উদযাপন

বুধবার,

০৮ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

বুধবার,

০৮ অক্টোবর ২০২৫,

২২ আশ্বিন ১৪৩২

Radio Today News

বিশ্বজুড়ে মধ্য-শরৎ উৎসবের রঙিন উদযাপন 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩২, ৭ অক্টোবর ২০২৫

Google News
বিশ্বজুড়ে মধ্য-শরৎ উৎসবের রঙিন উদযাপন 

চীন ছাড়াও বিশ্বের নানা প্রান্তে রঙিন আয়োজনে উদযাপিত হয়েছে মধ্য-শরৎ উৎসব।এতে প্রবাসী চীনা নাগরিক ও স্থানীয় জনগণ একসঙ্গে অংশ নিয়ে চীনা ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্য ভাগাভাগি করেন। 

চিত্রাঙ্কন, ক্যালিগ্রাফি, চীনা ঐতিহ্যবাহী পোশাক হানফু পরিধান এবং মুনকেক তৈরির মতো নানা হাতে-কলমে সাংস্কৃতিক কার্যক্রমে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র।
এই উপলক্ষে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘অ্য মুনমোমেন্ট টু রিমেম্বার’ শীর্ষক ২০২৫ সালের মধ্য-শরৎ উৎসব কনসার্ট। 

পাকিস্তানের ইসলামাবাদে প্রবাসী চীনারা চাঁদের পিঠা বানিয়ে উৎসব উদযাপন করেন। সন্ধ্যায় কবিতা পাঠ, নৃত্য, ও দলীয় সংগীতসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আফ্রিকা মহাদেশেও ছিল উৎসবের রঙ। দক্ষিণ আফ্রিকার বন্দরনগর ডারবানে শনিবার অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে দেড় হাজারেরও বেশি দর্শক উপভোগ করেন ২০ জন তরুণ শিল্পীর মনোমুগ্ধকর নৃত্যনাট্য। 

প্রতি বছর চীনা চান্দ্র পঞ্জিকার অষ্টম মাসের পনেরোতম দিনে উদযাপিত হয় মধ্য-শরৎ উৎসব, যখন আকাশের চাঁদ সবচেয়ে পূর্ণ ও উজ্জ্বল থাকে। এ বছর উৎসবটি পড়েছে ৬ অক্টোবর।     

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের