বাতাস থেকে পানি আহরণের সমন্বিত প্রযুক্তি চীনে

বুধবার,

০৩ ডিসেম্বর ২০২৫,

১৯ অগ্রাহায়ণ ১৪৩২

বুধবার,

০৩ ডিসেম্বর ২০২৫,

১৯ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

বাতাস থেকে পানি আহরণের সমন্বিত প্রযুক্তি চীনে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৫, ৩ ডিসেম্বর ২০২৫

Google News
বাতাস থেকে পানি আহরণের সমন্বিত প্রযুক্তি চীনে

বাতাসের জলীয় বাষ্প থেকে পানি আহরণের একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ প্রযুক্তি বাজারে এনেছে চীন। শাংহাইয়ের চিয়াও থোং বিশ্ববিদ্যালয়ের তৈরি এ প্রযুক্তি দিনে ৫০ লিটার থেকে শুরু করে সর্বোচ্চ ১৬০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারবে।

এই প্রযুক্তি তিনটি মূল প্রক্রিয়ার ওপর ভিত্তি করে কাজ করে—ঘনীভবন, শোষণ, এবং হিট পাম্পের সঙ্গে শোষণ ও শোষণ ক্ষমতার সংমিশ্রণ। 

এ উদ্ভাবনের ওপর ভিত্তি করে শাংহাইভিত্তিক টেকফার্ম অ্যাটমসওয়েল বাজারের জন্য উন্মুক্ত করেছে এ প্রযুক্তির একটি প্লাটফর্ম। এর মধ্যে রয়েছে সৌরশক্তি চালিত অফ-গ্রিড পানির স্টেশন। এটি ৩৫ থেকে ৯৯ শতাংশ আর্দ্রতায় ১৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি আহরণ করতে পারবে। 

বিশেষজ্ঞরা বলছেন, চীনের এ আবিষ্কার পরিবেশ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে, কারণ প্রতি বছর বিশ্বে প্রায় ৬০ হাজার কোটি প্লাস্টিক বোতল উৎপাদিত হয়, যার মাত্র ৯ শতাংশ রিসাইকেল করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের