জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫,

২৪ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫,

২৪ আশ্বিন ১৪৩২

Radio Today News

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫৩, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২৩:৫৪, ৮ অক্টোবর ২০২৫

Google News
জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন। স্বামীর সমাধির পাশে গাড়িতে বসে দোয়া করার পর তিনি বাসার উদ্দেশে রওয়ানা দেন।

বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বলে বাংলা ট্রিবিউনকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে রাতে গুলশানের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানান শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, মাজারে গিয়ে গাড়ির মধ্যে থেকেই কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করবেন খালেদা জিয়া।

আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, খালেদা জিয়া রাত ১১টার দিকে মাজারে এসে কোরআন তেলাওয়াত করেন। এরপর রাত ১১টা ১৫ মিনিটের দিকে তিনি বাসভবন গুলশানের ফিরোজায় ফিরে যান।

এর আগে ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন খালেদা জিয়া।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের