
দেশে যা কিছু ঘটছে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনুচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিএনপি এখনো পর্যন্ত ক্ষমতায় যায়নি, বিএনপি তো এখন ক্ষমতায় নেই, এমপি নেই, সরকার নেই, তাহলে ব্যর্থতার দায় বিএনপির কেন? দেশে একটি সরকার আছে এজন্য যেখানে সমস্যা হচ্ছে সেই জায়গাটাতেই তাদেরকে নজর দিতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদোর নিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গত ১৭ বছরে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই শহীদ ও আহত পরিবারের জন্য নিজ ফান্ড থেকে সহায়তার উদ্যোগ নিয়েছেন, এবং সরকার গঠনের পর এ উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।
দুদু বলেন, আমরা খুনি সরকারকে বিদায় করেছি, তবে কাজ এখানেই শেষ নয়। এখন দরকার একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং গণভিত্তিক সরকার গঠন। যতদিন তা না হবে, ততদিন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্নে আপস করা যাবে না।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপনসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারবর্গ।
রেডিওটুডে নিউজ/আনাম