
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা-আই.ই.এ. জানিয়েছে, ২০৩০ সালের মধ্যেই বিশ্বের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হতে চলেছে। আর এই বৈপ্লবিক বৃদ্ধির প্রায় ৬০ শতাংশই আসবে চীন থেকে। দেশটিতে সৌরশক্তি ও বায়ুশক্তির সম্প্রসারণ সম্প্রতি রেকর্ড ছুঁয়েছে।
আইইএ-এর নতুন রিপোর্ট রিনিউয়েবল ২০২৫–এ বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বে নবায়নযোগ্য বিদ্যুতের ক্ষমতা বাড়বে ৪,৬০০ গিগাওয়াট— যা চীন, ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মোট বিদ্যুৎ উৎপাদনের সমান।
সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, ‘আগামী বছরগুলোয় নবায়নযোগ্য শক্তির মূল ভূমিকা নেবে সৌরশক্তি। বায়ু, জলবিদ্যুৎ, বায়োএনার্জি ও ভূতাপ শক্তিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
চীনে নীতিমালা পরিবর্তনের ফলে বাজারভিত্তিক নিলাম ব্যবস্থা চালু হওয়ায় সৌর ও বায়ুশক্তিতে অভূতপূর্ব উত্থান ঘটেছে। শুধু ২০২৫ সালেই চীনের নবায়নযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা ৪৬৫ গিগাওয়াটে পৌঁছাবে।
অন্যদিকে, কর ছাড় বন্ধ হওয়া, আমদানি সীমাবদ্ধতা এবং নতুন বায়ু প্রকল্পে অনুমতি স্থগিতের কারণে যুক্তরাষ্ট্রের নবায়নযোগ্য জ্বালানি কমেছে প্রায় ৫০ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নেও ২০২৫ সালে নবায়নযোগ্য বিদ্যুতের বৃদ্ধি ১ শতাংশ কমবে বলে অনুমান করা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম