সিলেট সীমান্তে ভারতীয় গরু-মহিষের বড় চালান জব্দ

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫,

২৪ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫,

২৪ আশ্বিন ১৪৩২

Radio Today News

সিলেট সীমান্তে ভারতীয় গরু-মহিষের বড় চালান জব্দ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৬, ৮ অক্টোবর ২০২৫

Google News
সিলেট সীমান্তে ভারতীয় গরু-মহিষের বড় চালান জব্দ

সিলেট সীমান্তে ভারতীয় গরু ও মহিষের বড় একটি চালান জব্দ করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়ন।

মঙ্গলবার রাতে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচোকী নামক স্থান থেকে এ চালান জব্দ করা হয়।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি) এর সহকারী পরিচালক আব্দুল্লা আল মুয়ীদ।

তিনি বলেন, স্থানীয় বিছনাকান্দি সীমান্ত বিওপি ও সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল ভারতীয় ২৩৭টি গরুর চালান জব্দ করে। এছাড়া একই রাতে ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকা থেকে আরও ৩২টি গরু ও ১০টি মহিষ জব্দ করে। জব্দ গরু ও মহিষের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

তিনি জানান, সিলেটে এ যাবতকালের বড় চালান এটি। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান করে গরু ও মহিষ উদ্ধার করা হয়েছে। জব্দ গবাদি পশুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি সীমান্তে চোরাচালানরোধে তৎপর রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের