
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে এসে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকায় আটকা পড়েন তিনি।
আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার বাড়িউরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজট তৈরি হয় বলে জানায় হাইওয়ে পুলিশ। তবে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলেও জানায় হাইওয়ে পুলিশ।
এর আগে গত জুলাই মাসে হবিগঞ্জে সরকারি সফরে যাওয়ার সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রায় ৩ ঘণ্টা যানজটে আটকা পড়েন।
সরেজমিনে দেখা গেছে, উপদেষ্টা ফাওজুল কবির খান রেলপথে আজ সকালে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে পৌঁছান। পরে সড়ক পথে পৌনে ১০টার দিকে আশুগঞ্জ পৌঁছান। সেখানে একটি রেস্টুরেন্টে যাত্রাবিরতি করেন তিনি। সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বিশ্বরোড মোড় পর্যন্ত পরিদর্শনের উদ্দেশ্যে সড়ক পথে রওনা হন উপদেষ্টা। পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা যানজটে আটকে পড়েন। এরপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। বাহাদুরপুর এলাকায় তিনি একটি মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন। সঙ্গে আরেকটি মোটরসাইকেলে ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন।
হাইওয়ে পুলিশ জানায়, আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার বাড়িউরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
সিলেট থেকে রাত ১০টায় ছেড়ে আসা হানিফ পরিবহনের চালক নুর ইসলাম বলেন, সারারাত যানজটে পড়তে হয়েছে। সকাল ১১টাও আশুগঞ্জ অতিক্রম করা যায়নি।
আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার বাড়িউরা পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে জানান সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম।
রেডিওটুডে নিউজ/আনাম