ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার, ব্যয় কত?

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৫ আশ্বিন ১৪৩২

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৫ আশ্বিন ১৪৩২

Radio Today News

ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার, ব্যয় কত?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৯, ৮ অক্টোবর ২০২৫

Google News
ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার, ব্যয় কত?

ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করছে সরকার। এতে ব্যয় হবে ২১৯ কোটি ৯ লাখ টাকা। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এটিসহ বেশ কয়েকটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। ভারতের এম/এস-বগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড থেকে এই চাল আমদানি করা হবে। প্রতিষ্ঠানটির কাছ থেকে এই চাল আনতে ব্যয় হবে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ৩৫৯ দশমিক ৭৭ ডলার।

চলতি ২০২৫–২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সম্প্রতি আন্তর্জাতিক উৎস থেকে ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর আওতায় ইতোমধ্যে ভারত, পাকিস্তান ও ভিয়েতনাম থেকে চাল আমদানি প্রস্তাব অনুমোদন করা হয়। 

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও চাল আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের