
রাজধানীর মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে তামিম হোসেন (১০) নামের এক শিশু। আজ শুক্রবার সকালে মিরপুর -১ নম্বরের আনসার ক্যাম্প বিহারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির মা গৃহকর্মী নার্গিস আক্তার জানান, বিহারি ক্যাম্পের ভেতরে একটি মাদ্রাসায় লেখাপড়া করে তামিম। আজ মাদ্রাসা বন্ধ থাকায় সে বাসায় ছিল। সকালে তাকে বাসায় রেখে তিনি কাজে যান। এরপর সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে বাড়িতে অনেক মানুষের ভিড় দেখতে পান। এরপর জানতে পারেন, বিহারিপাড়া মসজিদের পাশে ময়লার স্তুপে বলের মতো একটি বস্তু পেয়ে খেলার জন্য সেটি বাসায় নিয়ে আসে তামিম। কয়েক শিশুর সঙ্গে সেটি নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। এতে তামিমের পেটের ডান পাশে এবং ডান হাতে জখম হয়। তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির জখম গুরুতর। তার চিকিৎসা চলছে।
রেডিওটুডে নিউজ/আনাম