দায়িত্বরত ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

শনিবার,

১১ অক্টোবর ২০২৫,

২৬ আশ্বিন ১৪৩২

Radio Today News

দায়িত্বরত ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৬, ১০ অক্টোবর ২০২৫

Google News
দায়িত্বরত ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

গাজীপুরের টঙ্গীতে টেস্টার দিয়ে মো. সাঈদ (৫০) নামে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে এক অটোরিকশা চালক। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অটোরিকশা চালক মুস্তাকিন (৩৫) হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

ভুক্তভোগী পুলিশ সদস্য নড়াইল জেলার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগের কনস্টেবল হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরের মাছিমপুর সাকিনস্থ স্টেশন রোডে ট্রাফিক কনস্টেবল মো. সাইদ  ডিউটি করছিলেন। তিনি অটোরিকশা চালকদের মেইন রোডে যেতে মানা করেন।

এ সময় এক অটোরিকশা চালক বাধা অমান্য করে মেইন রোডে যেতে চাইলে সাইদ তার হাতে থাকা ধাড়াল টেস্টার দিয়ে রিকশার চাকা ফুটো করে দেয়। এতে অটোচালক ক্ষিপ্ত হয়ে পুলিশের হাত থেকে টেস্টার কেঁড়ে নিয়ে মাথায় আঘাত করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন পুলিশকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। অটোরিকশাচালক বর্তমানে টঙ্গী পূর্ব থানা পুলিশে হেফাজতে রয়েছে।

আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বলেন, অটোচালক আমার এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অটোচালক আটক আছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের